ময়মনসিংহের ধোবাউড়ায় ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্নহনন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:১০ অপরাহ্ণ   |   ৮৭ বার পঠিত
ময়মনসিংহের ধোবাউড়ায় ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্নহনন

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

ময়মনসিংহের ধোবাউড়া  উপজেলায় ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে মরিয়ম (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
 

আজ ৭ ফেব্রুয়ারি শুক্রবার সকালে  উপজেলার গামারীতলা  ইউনিয়নের রংসিংহপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।   নিহত গৃহবধূ উপজেলার রংসিংহপুর  গ্রামের তাজুল ইসলামের  স্ত্রী।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে গৃহবধূ মরিয়ম  পাশের বাড়ির এক মহিলার সাথে পিঠা বানানো নিয় দীর্ঘ সময় কথার কাটা কাটির এক পর্যায় রাগসয়তে না পেরে  ঘরে রাখা ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে ধোবাউড়া  উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। 
 

ইউপি সদস্য উজ্জল মিয়া জানান, যতটুকু জানতে পেরেছি ঝগড়াঝাটি করে বিষপানে মারা গেছে।
 

উপজেলা স্বাস্থ্যকম্প্লেক্সে কর্তব্যরত ডা. মাসুদ রানা জানান হাসপাতালে পৌছার পুর্বেই  মৃত্যু হয়েছে।
 

এ ব্যাপারে ধোবাউড়া থানার(ভারপ্রাপ্ত) ওসি আল মামুন সরকার জানান, সুরৎহাল হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।