সাবেক এমপি রশীদুজ্জামান ৩ দিনের রিমান্ডে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ অক্টোবর ২০২৪ ০৩:১১ অপরাহ্ণ   |   ৩৮২ বার পঠিত
সাবেক এমপি রশীদুজ্জামান ৩ দিনের রিমান্ডে

ঢাকা প্রেস
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-


 

খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানকে পাইকগাছা আদালত ৩ দিনের রিমান্ডে দিয়েছেন। বুধবার, ২৩ অক্টোবর, আদালতে রিমান্ড শুনানির পর এই আদেশ দেওয়া হয়।
 

রশীদুজ্জামানের বিরুদ্ধে ২০২২ সালের একটি মারামারি ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। মামলার এজাহারকারী বিএনপি কর্মী দাবি করেন, রশীদুজ্জামান এই ঘটনার মূল পরিকল্পনাকারী। তবে আসামিপক্ষের আইনজীবী এই অভিযোগ অস্বীকার করে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে রশীদুজ্জামানের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।
 

আদালতে দুই পক্ষের আইনজীবী তাদের যুক্তি উপস্থাপন করার পর বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই সময়ের মধ্যে পুলিশ রশীদুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করবে।