তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

প্রকাশকালঃ ০১ জানুয়ারি ২০২৪ ০৩:০২ অপরাহ্ণ ১৯৬ বার পঠিত
তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

পৌষের মাঝামাঝিতে এসেও নেই অতীতের মতো কনকনে শীত। তবে কয়েক দিনের মধ্যে উত্তারাঞ্চলে তাপামাত্রা কমতে পারে বলে ধারণা আবহাওয়া অফিসের। এ ছাড়া সপ্তাহব্যাপী সারাদেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

 সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 আবহাওয়া অফিস বলছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
 
এ অবস্থায় বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (১ জানুয়ারি) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।