ভারতের উত্তরপ্রদেশের হাপুর জেলায় চিকিৎসকরা অবিশ্বাস্য এক ঘটনার সাক্ষী হয়েছেন। এক যুবকের পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে একে একে বের করা হয়েছে ২৯টি স্টিলের চামচ, ১৯টি টুথব্রাশ ও ২টি কলম। ঘটনাটি জানাজানি হতেই চিকিৎসকসহ সাধারণ মানুষ হতবাক হয়ে পড়েন।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ওই যুবক একটি নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। হঠাৎ প্রচণ্ড পেটব্যথা শুরু হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষায় চিকিৎসকরা তার পেটের ভেতরে অস্বাভাবিক বস্তু শনাক্ত করেন। অবস্থা জটিল হওয়ায় জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ সেই অস্ত্রোপচারের সময় সার্জনরা একে একে বের করেন চামচ, টুথব্রাশ আর কলম।
চিকিৎসকরা জানান, সময়মতো অস্ত্রোপচার না হলে রোগীর জীবনহানির আশঙ্কা ছিল প্রবল। অভ্যন্তরীণ সংক্রমণ ও পেট ফেটে যাওয়ার ঝুঁকি ছিল ভয়াবহ। সৌভাগ্যক্রমে সফল অস্ত্রোপচারের পর বর্তমানে রোগী শঙ্কামুক্ত।
বিশেষজ্ঞদের ধারণা, ওই যুবক সম্ভবত “পাইকা (Pica)” নামের এক মনস্তাত্ত্বিক সমস্যায় ভুগছিলেন। এ ধরনের রোগীরা মাটি, ধাতু, কাচ বা অখাদ্য জিনিস খাওয়ার অদ্ভুত প্রবণতায় আক্রান্ত হন, যা মূলত মানসিক স্বাস্থ্য সমস্যারই প্রতিফলন।
ঘটনাটি চিকিৎসা ইতিহাসে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে এটি সমাজে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব ও সচেতনতার ঘাটতিকে নতুন করে সামনে এনেছে।