রাজধানীর মহাখালীতে যমুনা ফিলিং স্টেশন নামে একটি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অন্তত তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে বলে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানিয়েছে।
রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় আরজতপাড়ায় রাওয়া ক্লাবের বিপরীতে এ অগ্নিকাণ্ড ঘটে। এ সময় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়, ফলে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, মহাখালী ইউরেকা পেট্রোল পাম্পে আগুনের খবর পেয়ে তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।