চট্টগ্রাম প্রতিনিধি:
বিএনপি ক্ষমতায় এলে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। রোববার (সকাল ১০টা) চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
চট্টগ্রামে নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার আগে তরুণদের সঙ্গে এ মতবিনিময়ে অংশ নেন বিএনপি চেয়ারম্যান। অনুষ্ঠানে চট্টগ্রাম নগর ও আশপাশের এলাকার প্রায় অর্ধশত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাড়ে চারশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তরুণদের ভাবনা, প্রত্যাশা ও রাষ্ট্রনীতি বিষয়ে মতামত শোনার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র।
এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বড় বড় শহরে জলাবদ্ধতা একটি বড় সমস্যা। বৃষ্টি হলেই পানি জমে যায়, অথচ সেই পানির যাওয়ার পথ নেই। এই সংকট কাটাতে খাল খননের বিকল্প নেই। তাই বিএনপি ক্ষমতায় গেলে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।
অনুষ্ঠানের শুরুতে তরুণদের উদ্দেশে তারেক রহমান বলেন, দেশের সবচেয়ে বড় শক্তি হলো তরুণ জনগোষ্ঠী। আগামী ১৫–২০ বছর এই কর্মক্ষম যুবশক্তির সুবিধা দেশ পাবে। বাংলাদেশকে আগামী দিনে কীভাবে সাজানো হবে, সে পরিকল্পনা নিয়েই আলোচনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, শুধু সমস্যার কথা বললে সমাধান আসে না। বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে বিএনপি ইতোমধ্যে কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। ভবিষ্যতে যারা দেশ পরিচালনার দায়িত্ব নেবে, তাদের ভাবনা ও দৃষ্টিভঙ্গি জানাটাও জরুরি।
দলীয় সূত্র জানায়, তরুণদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও রাজনৈতিক ভাবনা বিনিময়ের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই এ সভার আয়োজন করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সিলেটেও অনুরূপ একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তারেক রহমান।
মতবিনিময় সভা শেষে বিএনপি চেয়ারম্যান চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন। দলের কেন্দ্রীয় নেতারা জানান, সকাল সাড়ে ১১টার দিকে তিনি সেখানে বক্তব্য রাখেন।