আসাদুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ আগu ২০২৪ ০৪:২৮ অপরাহ্ণ   |   ৫০৫ বার পঠিত
আসাদুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো

ঢাকা প্রেস নিউজ


কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

 

গত বুধবার (২১ আগস্ট), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. আসাদুজ্জামানকে সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী জনস্বার্থে চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।
 

আসাদুজ্জামানকে ২০২১ সালের ১২ এপ্রিল সিটিটিসি প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। এর আগে তিনি পুলিশের বিশেষ শাখা এবং ঢাকা রেঞ্জে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। তিনি বগুড়া ও সাতক্ষীরার পুলিশ সুপারসহ ডিএমপির বিভিন্ন পদেও দায়িত্ব পালন করেছেন।