গাইবান্ধা জেলা তথ্য অফিসের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৩৩ অপরাহ্ণ   |   ৬৭ বার পঠিত
গাইবান্ধা জেলা তথ্য অফিসের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত 

সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-


গাইবান্ধা জেলা তথ্য অফিসের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে জানুয়ারি- মার্চ ২০২৫ কোয়াটারে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ)'র আওতায় ৫ ফেব্রুয়ারী বুধবার সকালে গাইবান্ধা সদর  উপজেলার গিদারী ইউনিয়নের কিসামত ফলিয়া ফারাজি পাড়া গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


 


 

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তর-এর সহকারী পরিচালক (মাঠ প্রচার)ফাতেমা জান্নাতুল ফেরদৌস সুরভী।
 

এসময় গাইবান্ধা তথ্য অফিসার ইশতিয়াক আহমাদ আবির,গিদারী ইউপি সদস্যা কাকুলী বেগমসহ অনেকেই উপস্থিত ছিলেন। 
 

আলোচনায় ১. ডেঙ্গু প্রতিরোধ ২. নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ৩. শিশুকে মাতৃদুগ্ধ দান ৪. শিশু ও নারী অধিকার ৫. শিশুর যথাযথ বিকাশ ৬. অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য ৭. জন্ম নিবন্ধন ৮. শিক্ষা ৯. নারীর ক্ষমতায়ন ১০. নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ ১১. পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধ ১২. পরিবেশ সুরক্ষা ও দুর্যোগকালীন নারী ১৩. শিশুর সচেতনতা ১৪. জেন্ডার সমতা ১৫. নিরাপদ মাতৃত্ব ১৬. বাল্য বিবাহ ১৭. ইভটিজিং ও পরিস্কার পরিচ্চন্নতার উপর গুরুত্বারোপ করা হয়।
 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিস, গাইবান্ধা- এর সাইন অপারেটর জনাব মোঃ মাসুদুর রহমান (মাসুদ)।