রাজা তৃতীয় চার্লসের অভিষেকের অপেক্ষায় ব্রিটেন

প্রকাশকালঃ ০৬ মে ২০২৩ ০১:৩১ অপরাহ্ণ ২৩০২ বার পঠিত
রাজা তৃতীয় চার্লসের অভিষেকের অপেক্ষায় ব্রিটেন

বছরে প্রথম কোনো রাজ্যাভিষেক শুরু হবে যুক্তরাজ্য সময় শনিবার সকাল থেকে। যা ঘিরে রাজা তৃতীয় চার্লস এবং রানিকে ঘোড়ার গাড়িতে করে নিয়ে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে যাওয়ার জন্য শেষ মূহুর্তের প্রস্তুতি চলছে।

বৃষ্টির পূর্বাভাস সত্ত্বেও রাজার বাহন যে পথে যাবে সেখানে এরইমধ্যে ভিড় করতে শুরু করেছেন দর্শনার্থীরা। প্রায় ১০০টি দেশের প্রধানের উপস্থিতি ঘিরে সেন্ট্রাল লন্ডনে থাকছে ব্যাপক নিরাপত্তা।


একইসঙ্গে রাজতন্ত্রের বিপক্ষে যারা তারা তাদের কথামতো প্রতিবাদও শুরু করেছে।

অভিষেক অনুষ্ঠান প্রায় ২ ঘণ্টা ধরে চলবে। যা একেবারে সামনাসামনি বসে দেখবেন ২৩০০ বিশেষ অতিথি। যার মধ্যে আছেন প্রিন্স হ্যারি, ডিউক অফ সাসেক্স, যিনি যুক্তরাষ্ট্র থেকে শুক্রবার এক সাধারণ ফ্লাইটে এসে পৌঁছেছেন।


এর আগে, প্রিন্স হ্যারি তার ভাই প্রিন্স উইলিয়াম, প্রিন্স অফ ওয়েলসের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন এমন কথা জানানোর পর এই প্রথমবার কোন রাজকার্যে দেখা যাচ্ছে তাকে।

তবে প্রিন্স হ্যারির স্ত্রী মেগান যুক্তরাষ্ট্রেই আছেন, আর অভিষেক অনুষ্ঠান শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রিন্স হ্যারিও সেখানে ফেরত যাবেন বলে মনে করা হচ্ছে।