লামা (বান্দরবান) প্রতিনিধি:-
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের কমলা বাগান এলাকা থেকে অপহৃত সাত শ্রমিককে মুক্তি দিয়েছে সন্ত্রাসীরা। সোমবার রাতে দুর্গম লিংপুং পাড়া থেকে তাদের উদ্ধার করা হয়।
সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানের ফলে সন্ত্রাসীরা অপহৃতদের পাহাড়ি এলাকায় ছেড়ে পালিয়ে যায়। বর্তমানে শ্রমিকদের সেনা ক্যাম্পে নিরাপদে রাখা হয়েছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত শ্রমিকরা সুস্থ আছেন। গত ১ ফেব্রুয়ারি রাতে ইউনিয়নের একটি বাগান থেকে তাদের অপহরণ করা হয় এবং মুক্তিপণ হিসেবে ৭ লাখ টাকা দাবি করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় শেষ পর্যন্ত তারা পরিবারের কাছে ফিরে আসতে সক্ষম হন।