ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে কোনও আইনগত বাধা নেই, তাহলে তিনি ফিরতে পারছেন না কেন—এই প্রশ্নের উত্তর জাতি জানতে চায়।
শনিবার (তারিখ উল্লেখ করুন) জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোট আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশের মূল দাবি ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে প্রতিবন্ধকতা দূর করা এবং তার নিরাপত্তা নিশ্চিত করা।
গয়েশ্বর বলেন, “যে মানুষটি বিদেশে থেকেও দেশকে ঐক্যবদ্ধ করেছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছেন, তার দেশে ফেরার পথে যদি কোনও বাধা থাকে, তাহলে সেটি সরকারের পক্ষ থেকেই স্পষ্টভাবে বলা উচিত।”
তিনি আরও বলেন, "আইনের শাসন থাকলে জনগণই ঠিক করবে কে গ্রহণযোগ্য আর কে নয়। আজ যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়, কাল তারা বিএনপিকেও নিষিদ্ধ করতে চাইতে পারে—এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।"
আওয়ামী লীগ ও জামায়াত প্রসঙ্গে গয়েশ্বর বলেন, “জামায়াত এখনও নিষিদ্ধ দল হয়েও রাজনৈতিক গুরুত্ব পাচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইলে, তার কারণ যুক্তিসম্মতভাবে তুলে ধরতে হবে। আজ যারা অন্তর্বর্তী সরকারের কলকাঠি নাড়ছে, তারা মূলত ১/১১-র সময়কার অদৃশ্য শক্তিরাই।”
সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ যাত্রা প্রসঙ্গে তিনি বলেন, “তিনি সরকারের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারেন না। তাহলে প্রশ্ন ওঠে, বর্তমানে আসলে কয়টি সরকার চলছে?”
আরাকান পরিস্থিতি নিয়েও সরকারের নিরব ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন গয়েশ্বর।
সমাবেশে সভাপতিত্ব করেন ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। বক্তব্য দেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, লেবার পার্টির মহাসচিব আমিনুল ইসলামসহ জোটের শীর্ষ নেতারা।