ইউরোতে আজ নির্ধারিত হবে বাকি দু’সেমিফাইনালিস্ট

প্রকাশকালঃ ০৬ জুলাই ২০২৪ ১১:২৭ পূর্বাহ্ণ ৪৫৪ বার পঠিত
ইউরোতে আজ নির্ধারিত হবে বাকি দু’সেমিফাইনালিস্ট

ইউরোতে আজ নির্ধারিত হবে বাকি দু’সেমিফাইনালিস্ট। ১৯৬৬ সালের পর কোনো মেজর ট্রফি নেই ইংল্যান্ডের। সে লক্ষ্যে এগিয়ে যেতে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি থ্রি লায়ন্স। ডুসেলডর্ফে রাত ১০টায় নামবে দু’দল। আর নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে তুর্কিয়ে। নিষেধাজ্ঞায় এ ম্যাচে খেলতে পারবেন না অস্ট্রিয়া ম্যাচের জয়ের নায়ক টার্কিশ সেন্টার ব্যাক মেরিহ দেমিরাল। বার্লিনে খেলা শুরু রাত ১টায়। 

 

গ্যারেথ সাউথগেটের অধীনে শেষ চার মেজর টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড। তবে ছুঁয়ে দেখা হয়নি শিরোপা। সে লক্ষ্যে শেষ আটেই সুইজারল্যান্ডের বিপক্ষে দিতে হবে কঠিন পরীক্ষা। লড়াইটা ইংলিশ ট্যাকটিশিয়ানের জন্য মাইলফলকেরও। শততম ম্যাচে থ্রি লায়ানদের ডাগআউট সামলাবেন সাউথগেট।ম্যাচের আগে জুড বেলিংহ্যামের নিষেধাজ্ঞার খবরে ততটা প্রভাব পড়েনি ইংলিশ শিবিরে। স্লোভাকিয়া ম্যাচে বাজে অঙ্গভঙ্গির জন্য রিয়াল তারকাকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে উয়েফা। সঙ্গে ৩০ হাজার ইউরো জরিমানা। তবে ১ বছরের মধ্যে যেকোনো এক ম্যাচে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা, তাই সুইসদের বিপক্ষে খেলতে বাধা নেই বেলিংহ্যামের।

 

আসরে জুডের সমান জোড়া গোল হ্যারি কেইনেরও। আছেন দারুন ফর্মে। তবে সুইস রক্ষণ দেয়াল নিয়ে চিন্তায় ইংলিশ কোচ। অন্যদিকে দলীয় পারফরম্যান্সের দারুন দৃষ্টান্ত মুরাত ইয়াকিন শীষ্যদের। কোন নির্দিষ্ট ফুটবলারের ওপর ভরসা করে খেলছে না সুইজারল্যান্ড। এখন পর্যন্ত সাতজন নাম লিখিয়েছেন স্কোরশিটে। তবে এ ম্যাচে তুরুপের তাস হতে পারেন গ্রানিত শাকা। বিশ্বকাপের পর ১৮ ম্যাচের ১৭ আনবিটেন পরিসংখ্যান বলছে কতটা ধারাবাহিক রেড ক্রোসেস। দু’দলের ২৭ দেখায় অনেক এগিয়ে ইংল্যান্ড। সুইসদের তিনের বিপরীতে ইংলিশরা জিতেছে ১৯ ম্যাচ।

 

এদিকে বেলিংহ্যামের মত ভাগ্য সহায় হয়নি তুর্কিয়ে সেন্টার ব্যাক মেরিহ দেমিরালের। অস্ট্রিয়া ম্যাচে গোলের পর নেকড়ে উদযাপন করে নিষিদ্ধ হয়েছেন দুই ম্যাচ। নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ আটের লড়াইয়ে খেলতে পারবেন না। যদি সেমিতে ওঠে তার দল, সেখানেও খেলা হবে না। তবে স্বস্তি ডাচদের বিপক্ষে ফিরছেন অধিনায়ক হাকান কালহানুগলু। পরিকল্পনার কেন্দ্রে ১৯ বছরের তরুন আর্দা গুলের। বিপরীতে কোডি গাকপো, ডোনিয়েল মালেন, জাভি সিমন্সদের নিয়ে ২০০৪ আসরের পর আবারও সেমির আশায় নেদারল্যান্ডস।