নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার, কোটি টাকার দুর্নীতির অভিযোগ

প্রকাশকালঃ ১১ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৯ অপরাহ্ণ ৯৪৯ বার পঠিত
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার, কোটি টাকার দুর্নীতির অভিযোগ

ঢাকা প্রেস
নোয়াখালী প্রতিনিধি:-


নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় ব্যাপক দুর্নীতির অভিযোগে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেফতার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গ্রেফতারকৃত মনসুর উল্লাহ শিবলী, হাতিয়া উপজেলার ৪ নং নলছিরা ইউনিয়নের চেয়ারম্যান। তার কাছ থেকে ২৭৯টি সিমকার্ড এবং ৭৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে হাতিয়া পৌরসভার ওছখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে মনসুরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার বাড়িতে অভিযান চালিয়ে অসংখ্য সিমকার্ড এবং মোবাইল ফোন জব্দ করা হয়।
 

প্রাথমিক তদন্তে জানা যায়, এই সিমকার্ড এবং মোবাইল ফোন ব্যবহার করে মনসুর উল্লাহ বিভিন্ন সরকারি ভাতা, যেমন প্রতিবন্ধী, শিক্ষা, বিধবা ও বয়স্ক ভাতা ইউনিয়নের জন্য বরাদ্দ অর্থ অবৈধভাবে উত্তোলন করে আত্মসাৎ করে আসছিলেন। বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে কোটি টাকার বেশি অর্থের লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।
 

গ্রেফতারকৃত ব্যক্তি এবং জব্দকৃত সামগ্রীসহ হাতিয়া থানায় হস্তান্তর করেছে নৌবাহিনী। বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে বাংলাদেশ নৌবাহিনী।