কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার রশিদনগরে স্বপ্নতরী পার্কের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার ইয়াছিন আহমদ (৩৫) ও তাঁর তিন বছরের শিশু পুত্র ইয়াজান।
রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে যাত্রীবাহী মারশা বাস ও একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান ইয়াছিন ও তাঁর ছেলে। গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে রাতেই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ইয়াছিনের ছোট বোন সুমাইয়া (২৪)।
বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ইয়াছিনের স্ত্রী ব্যারিস্টার আলিফ লায়লা (৩০), তাঁর বয়োবৃদ্ধ মা এবং গাড়ির চালক জসিম (৩০)। বিশেষ করে আলিফ লায়লার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
প্রসঙ্গত, মাত্র এক মাস আগে একই স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন রামুর ব্যবসায়ী হাবিব, তাঁর শিশু পুত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রিমঝিম।