হোসেন বাবলা, চট্টগ্রাম:-
 
চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কাটগড় এলাকার পতেঙ্গা কমিউনিটি সেন্টারের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মো. মনজুর মোরশেদ (৪০) নামে এক মোটরসাইকেলচালক। এ ঘটনায় তার স্ত্রী ও সন্তান আহত হয়েছেন।
 
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রোববার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মনজুর মোরশেদ নতুন মোটরসাইকেল চালিয়ে শহর থেকে ডাক্তারের কাছ থেকে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি কভার ভ্যান তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং তার স্ত্রী ও সন্তানও মারাত্মকভাবে আহত হন।
 
নিহত মনজুর মোরশেদ চট্টগ্রাম নগরের ৪০ নম্বর ওয়ার্ডের পূর্ব কাটগড় এলাকার আবদুস সালামের বাড়ির বাসিন্দা ও আব্দুর শুক্কুরের পুত্র। তিনি যমুনা অয়েল কোম্পানির চট্টগ্রাম অফিসে কর্মরত ছিলেন।
 
ঘটনার পর স্থানীয়রা ও পতেঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় কভার ভ্যানটি আটক করে। তবে চালক ও হেলপার পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
 
গুরুতর আহত অবস্থায় মনজুর মোরশেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে চট্টগ্রাম মেডিকেল পুলিশ সূত্রে জানা গেছে।