মাদারগঞ্জে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১২ জানুয়ারি ২০২৬ ০৭:৩১ অপরাহ্ণ   |   ৬৭ বার পঠিত
মাদারগঞ্জে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর জেলা প্রতিনিধি:-


 

জামালপুরের মাদারগঞ্জে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মাদারগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাদারগঞ্জ উপজেলা, পৌর ও বিভিন্ন কলেজ শাখার উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
 

জোড়খালী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মশালার কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল।
 

মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফাহাদ হোসেনের সঞ্চালনায় আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন কলেজ শাখার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
 

কর্মশালায় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সম্পদ কবির, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন ও সাবেক সহ-সাধারণ সম্পাদক আনিছুর রহমান, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোহাগ, তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহিন হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য জাকিরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখার আহ্বায়ক হাসিবুল রহমান আসিফ, বাংলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য আতিকুর রহমান আতিকসহ আরও অনেকে।
 

এছাড়াও মাদারগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম বকুল, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সৌরভ ও মোস্তাফিজুর রহমান হারুন, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম, এ এইচ জেড সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান রাজু, মাদারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম এবং সাবেক নেতা শামীম আহম্মেদ উপস্থিত ছিলেন।
 

কর্মশালায় উপজেলা, পৌর ও বিভিন্ন কলেজ ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বক্তারা দেশ গঠন ও সংগঠনকে শক্তিশালী করতে ছাত্রসমাজের ভূমিকা ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন।