নিহত লেফটেন্যান্ট তানজিমের পরিবারে সাবেক সেনা কর্মকর্তাদের শ্রদ্ধাঞ্জলি

প্রকাশকালঃ ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৫৬ অপরাহ্ণ ৬৮৬ বার পঠিত
নিহত লেফটেন্যান্ট তানজিমের পরিবারে সাবেক সেনা কর্মকর্তাদের শ্রদ্ধাঞ্জলি

ঢাকা প্রেস
টাঙ্গাইল প্রতিনিধি:-



কক্সবাজারের চকরিয়ায় সন্ত্রাসীদের হাতে নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের পরিবারকে শ্রদ্ধা জানাতে টাঙ্গাইলে তার বাড়িতে গেছেন একদল অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা।
 

গত বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করের বেতকায় নির্জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবরের নেতৃত্বে সাতজন সাবেক সেনা কর্মকর্তা পরিবারের সঙ্গে সমবেদনা জানান এবং তাদের খোঁজখবর নেন।
 

পরে সাবেক সেনা কর্মকর্তারা নির্জনের কবরে পুষ্পস্তবক অর্পণ করে তার আত্মার শান্তি কামনা করেন।
 

এ সময় সাংবাদিকদের মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর বলেন, "লেফটেন্যান্ট শহিদ তানজিম এই নামটি বাংলাদেশের ইতিহাসে এবং সেনাবাহিনীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একটি ফুল ফুটতেই শেষ হয়ে গেল এটা মেনে নেওয়া যায় না।"
 

তিনি আরও বলেন, "এই পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয় যে, এখনো আমাদের দেশে অনেক অরাজকতা রয়ে গেছে। বিগত ১৫ বছরের দুঃশাসনের ফল হচ্ছে এই আমাদের বর্তমান পরিস্থিতি। এই ডাকাত-সন্ত্রাসী আকারে দেশকে যারা অস্থিতিশীল করছে তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্য হয়ে কাজ করতে হবে।"