গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় অবস্থিত ফিনিক্স কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে কারখানার ভেতর হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের মতে, আগুন লাগার পর কারখানার নিজস্ব নিরাপত্তা কর্মীরা দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকলে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান,
“আগুন নিয়ন্ত্রণে আমাদের ইউনিটগুলো কাজ করছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।”
কারখানায় আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে অতিরিক্ত সহায়তা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।