ঢাকা প্রেস
পরশুরাম (ফেনী) প্রতিনিধি:-
ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের সীমান্তে একটি বাঁধ ভাঙার চেষ্টা চালিয়েছে। এই ঘটনাটি ঘটেছে মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর সীমান্তের শূন্যরেখায় অবস্থিত বল্লামুখা খালে।
বিজিবি সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট রাতে বিএসএফ সদস্যরা বাঁধটি ভাঙার চেষ্টা করে। তাদের সঙ্গে ছিলেন ভারতীয় নাগরিকরাও। স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলে এবং বাঁধ রক্ষার জন্য অবস্থান নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় বিএসএফ পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তা সত্ত্বেও স্থানীয়রা এবং বিজিবির সদস্যরা একযোগে প্রতিরোধ করে বাঁধটি রক্ষা করে।
এই ঘটনার ফলে মির্জানগর ইউনিয়নসহ পরশুরামের নিম্নাঞ্চলের মানুষ বন্যার হাত থেকে রক্ষা পেয়েছে। উল্লেখ্য, ১৯৮৩ সালেও একই বাঁধ ভাঙার কারণে পরশুরামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।
বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানিয়েছেন, সীমান্তের শূন্যরেখায় ভারতীয় অংশে বাঁধ ভাঙার চেষ্টা করা হয়েছিল। স্থানীয় বাসিন্দারা এতে বাধা দেন এবং বিজিবি সদস্যরা গেলে তারা সরে যায়।