আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধিঃ-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্যারেষ্টার রফিকুল ইসলাম মিয়ার রোগ মুক্তি সু-সাস্থ্য কামনায় ও বিএনপি চেয়ারপার্সনের উপদেশ প্রফেসর মরহুমা ড.শাহিদা রফিক এর আত্মার মাগফেরাতের জন্য দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
গতকাল মঙ্গলবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা চাপিতলা ইউনিয়ন শ্রীরামপুর ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়ার বাড়ী উঠানে ইউপির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারেষ্টার রফিকুল ইসলাম সন্তান ড.শাহপুর রফিক মিয়া রাদ,।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মকসুদুর রহমান আবির, জাহাঙ্গীর আলম কাজল, মুরাদনগর উপজেলা যুবদল সাবেক সভাপতি মামুনুর রসিদ সারকার, কুমিল্লা জেলা বিএনপি নেতা প্রফেসর সামসুল হক, বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস মাস্টার, শাহজাহান মাস্টার, ইউপির সদস্য মোহাম্মদ বাহারুল ইসলাম, সুলতান মাস্টার, মোঃ হাসান, মোজাম্মেল হক নাছির, আঃ রউফ, শফিকুল ইসলাম বাবুল, মুখলেছুর রহমান, মাওঃ আবু ইউসুফ, সুলতান আহমেূ, হারুনুর রশিদ মোল্লা,, আনিসুল ইসলাম মাস্টার, মোঃ শহিদুল্লাহ, মাওলানা হুসাইন, অনুষ্ঠানটি পরিচালনা করেন, নুরুল ইসলাম রুবেল, উপজেলা ২২টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও এলাকা সূধীজনগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মুরাদনগর কোন চাঁদা বাজী থাকবেনা, দখলদারিত্ব থাকবে না, কোন প্রকার হুমকি ধমকি থাকবে না। কোনো মিথ্যা গায়বী মামলা হবে না। যখনই দেখবো এসব ফিরে এসেছে আগামী সংসদ নির্বাচনে সন্ত্রাস, চাঁদাবাজ, ভোট ডাকাতদেকে ভোট দিবেন না। আগামী প্রজন্ম আপনারা তৈরি করুন। ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া মুরাদনগর বহু স্কুল, মাদ্রাসা ও কলেজ করে রেখে গেছেন।