ওরশে আলা হযরত মাহফিলে সিটি মেয়র ডা:মোঃ শাহাদাত-নৈতিক শিক্ষা ও ইসলামের মূল বাণী সঠিক ভাবে ছড়িয়ে দিতে হবে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ আগu ২০২৫ ১২:২৫ অপরাহ্ণ   |   ১৬৩ বার পঠিত
ওরশে আলা হযরত মাহফিলে সিটি মেয়র ডা:মোঃ শাহাদাত-নৈতিক শিক্ষা ও ইসলামের মূল বাণী সঠিক ভাবে ছড়িয়ে দিতে হবে

হোসেন বাবলা-২০ আগস্ট (মঙ্গলবার রাত):-


 

বন্দরের ৩৮ নং ওয়ার্ডে ওরশে আলা হযরত এর ১০৭ বার্ষিক স্মরণে আজিম্মুশান নূরানী মিলাদ ও সুন্নী সম্মেলনে সম্মানিত মেহমান হিসেবে তকরিব পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামি বক্তা আল্লামা হাসান রেজা আল কাদেরী।

 



অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ডা:মোঃ শাহাদাত হোসেন।

সম্মানিত বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম -১১ বিএনপির সম্ভাব্য প্রার্থী ইসরাফিল খসরু ,মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোঃ মোরশেদ হোসেন,তৈয়বিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ বদিউল আলম রেজভী, পূর্বধারা পত্রিকার সম্পাদক লায়ন মোঃ শাহজাহান শরীর, মুফতি সৈয়দ মাওলানা মুহাম্মদ অসিউর রহমান আল কাদেরী, পীরে তরিকত মাওঃ মোঃ ছাদেকুর রহমান হাশেমী , মাওঃ রফিকুল ইসলাম আনোয়ারী, মাওঃ মোঃ ইউনুছ তৈয়বী।

জামেয়া রজভীয়া হানিফিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক, রাজনৈতিক আলহাজ্ব মোঃ হানিফ সওদাগরের সভাপতিত্বে ও শায়ের মুহাম্মদ সেলিম রেজা কাদেরীর সঞ্চালনায় মিলাদ মাহফিলে দেশ বরণ্য উলামায়ে কেরাম ও পীর মুফতি গণ মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বুধবার দিবাগত রাতে ৩৮ নং ওয়ার্ডস্থ গাজী ওমর শাহ জামে মসজিদ সংলগ্ন মাঠে মাহফিলে বিশেষ মোনাজাত শেষে তবারুক বিচরণের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে এই মহান সুন্নী সম্মেলন।