ঢাকা প্রেস নিউজ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় ক্ষুব্ধ চিকিৎসকরা সারাদেশে চিকিৎসাসেবা বন্ধ ঘোষণা করেছেন। রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে এই ঘোষণা দেওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, হামলাকারীদের গ্রেপ্তার এবং হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে তারা এই পদক্ষেপ নিয়েছেন। ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছেন তারা।
প্রাথমিকভাবে দুটি দাবি জানিয়ে কর্তৃপক্ষের কাছে সময় দেওয়া হলেও, কোনো সুরাহা না হওয়ায় চিকিৎসকরা আরও ৬টি দাবি যুক্ত করেছেন। দুপুর ২টার পর বিস্তারিত কর্মসূচি জানানো হবে বলে জানিয়েছেন তারা।
এই ঘটনা সারা দেশে চিকিৎসকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। তারা মনে করছেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।