সুনামগঞ্জ প্রতিনিধি:-
সুনামগঞ্জ-সিলেট সড়কের আহসানমারা সেতু এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং তিনজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দুলভপুর গ্রামের ফিরোজ আলীর ছেলে আলী নূর (৩৫) ও মৃত গোলাব হোসেনের ছেলে জমির হোসেন (৩৩)। আহতদের মধ্যে রয়েছেন একই গ্রামের আলী আকবর (৩০), আমীর আলী (৪০) ও জনি আহমদ (২২)।
প্রত্যক্ষদর্শী ও নিহতদের পরিবারের সদস্যদের ভাষ্যমতে, জগন্নাথপুর উপজেলার ইউসবপুরে একটি উরস মাহফিল থেকে ফেরার পথে মোল্লাপাড়া ইউনিয়নের পাঁচ যুবক সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে আহসানমারা সেতু এলাকায় পৌঁছালে সুনামগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় চালকসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আলী নূর ও জমির হোসেন মারা যান। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ সরকার জানিয়েছেন, দুর্ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।