ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ ভূঁইয়া,কুমিল্লা প্রতিনিধি:-
নির্বাচন ব্যাবস্থা সংস্কার কমিশন সভাপতি ড. বদিউল আলম মজুমদার বলেছেন, অন্তবর্তী সরকার সময়ে দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তির্পূণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত শনিবার(১৮ জানুয়ারি) বিকেলে কুমিল্লা ময়নামতি বার্ড অডিটোরিয়াম রুমে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড অতিরিক্ত মহাপরিচালক ড.আবদুল করিম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নির্বাচন ব্যাবস্থা সংস্কার কমিশন সভাপতি ড.বদিউল আলম মজুমদার জননেতা মনিরুল হক চৌধুরী কার্যপত্র মূল্যায়ন ও অনুমোদন সেমিনার কুমিল্লা বাঁচাও মঞ্চ অনুষ্ঠানে এসব কথা বলেন। এসময় সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন, সংসদ সদস্য ও হুইপ জননেতা মনিরুল হক চৌধুরী,অভিজ্ঞ মতামত করেন, স্থানীয় সরকার সংস্কার কমিশন ড.তোফায়েল আহমেদ, মটারেটর কুমিল্লা জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, আলোচক কুমিল্লা বিশ্ব বিদ্যালয় ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ড.এম এম শরীফুল করীম, কারিগরি প্রতিবেদন কুমিল্লা সিটি কর্পোরেশন ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোঃ আবু সায়েম ভূঁইয়া, এডভোকেট কাজী সাদাত ও কুমিল্লা বাঁচাও মঞ্চ সভাপতি এডভোকেট মোঃ গোলাম ফারুক প্রমুখ।