মুরাদনগরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ মার্চ ২০২৫ ০৬:৩৫ অপরাহ্ণ   |   ৯৫ বার পঠিত
মুরাদনগরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ ভূঁইয়া,কুমিল্লা প্রতিনিধিঃ-



কুমিল্লার মুরাদনগর উপজেলা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ইউনিয়ন ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট -২০২৪-২০২৫ মেঘা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

 

শনিবার (১মার্চ) বিকালে উৎসবমুখর পরিবেশে উপজেলার আকুবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে জমজমাট এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
 

শিক্ষানুরাগী সমাজ সেবক আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার সভাপতিত্বে ফাইনালে প্রধান মেহমান ছিলেন- এডভোকেট আলী আশ্রাফ তাজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহবায়ক সাকিব হাসান খান, কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ তরিকুল ইসলাম,  এডভোকেট মোঃ ওবায়দুল হক সিদ্দিকী, ইউপির চেয়ারম্যান মোঃ শিমুল বিল্লাল শিমূল, সমাজ সেবক মোঃ শেখ আলমগীর, মোঃ তুরাব আলী হাজী, মোঃ আকরাম হোসেন, ইউপি সদস্য মোঃ সালাউদ্দিন আহমেদ,  মোঃ ইসমাইল, এনএ জাহের মুন্সী, মোঃ মিনহাজুল ইসলাম, সাবেক ভিপি কামরুল ইসলাম কেনাল, মোঃ সফিক ইসলাম প্রমুখ। মেঘা ক্রিকেট টুর্নামেন্ট খেলায় ৬নং বাঙ্গরা পূর্ব ইউনিয়ন  বনাম ১৫ নং নবীপুর পশ্চিম ইউনিয়ন ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে। এতে নবীপুর পশ্চিম ইউনিয়ন বাঙ্গরা পূর্ব ইউনিয়ন কে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। পরেবিজয়ী চ্যাম্পিয়ান দলের মাঝে মোটরবাইক ও দ্বিতীয় পুরস্কার ফ্রিজ পুরস্কার প্রধান অতিথি  ও বিষেশ অতিথি বৃন্দুরা  বিজয়ীদের হাতে তুলে দেন।
 

বক্তারা বলেন -জাতীয় মানের খেলোয়াড় তৈরি করতে গ্রামে গ্রামে আরও বেশি করে খেলার আয়োজন করা দরকার। খেলাধুলার মধ্য দিয়ে মানুষে মানুষে সম্প্রীতি তৈরি করতে হবে এবং খেলাধুলা করলে যুব সমাজ নেশাগ্রস্ত থেকে বিরত থাকবে।