রাজউকে পরিবেশ ও গৃহায়ন উপদেষ্টাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ এপ্রিল ২০২৫ ০৭:৪৭ অপরাহ্ণ   |   ১০৫ বার পঠিত
রাজউকে পরিবেশ ও গৃহায়ন উপদেষ্টাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর অডিটোরিয়ামে আজ ২৩ এপ্রিল ২০২৫, বুধবার অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সভায় অংশগ্রহণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাবা সৈয়দা রিজওয়ানা হাসান এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান।

 


 

সভায় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোঃ নজরুল ইসলাম এবং রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামসহ রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
 

সভাটি শুরু হয় তিন ধর্মগ্রন্থ—পবিত্র কুরআন, গীতা ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে, যা রাজধানীর শান্তি ও কল্যাণ কামনায় উৎসর্গ করা হয়। এরপর স্বাগত বক্তব্যে রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আলম মোস্তফা বলেন, “ত্রুটি ও বিচ্যুতি পরিহার করে রাজউককে একটি জনসেবামূলক ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”
 

রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ জনাব মোঃ আশরাফুল ইসলাম রাজউকের লক্ষ্য, বর্তমান কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন একটি প্রেজেন্টেশনের মাধ্যমে।
 

সভায় বক্তব্যে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “Town Improvement Act ও ইমারত নির্মাণ বিধিমালায় সময়োপযোগী পরিবর্তন প্রয়োজন। একটি আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে রাজউককে দরিদ্র ও গৃহহীন মানুষের পাশে দাঁড়াতে হবে। ডিজিটালাইজেশনের মাধ্যমে রাজউকের কার্যক্রমকে আরও দক্ষ ও স্বচ্ছ করে তুলতে হবে।”
 

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান বলেন, “রাজউক ঢাকাকে একটি বাস্তবসম্মত ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা এমন একটি নগর চাই যেখানে অপরিকল্পিত উন্নয়ন, কৃষিজমি ও বনাঞ্চল ধ্বংস রোধ করা হবে।”
 

সচিব জনাব মোঃ নজরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “জুলাই আন্দোলনের পর আমরা নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছি। রাজউকের মতো প্রতিষ্ঠানকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে ঢাকাকে একটি আদর্শ নগরীতে পরিণত করতে হবে। আমি সবাইকে আহ্বান জানাই, রাজউক চেয়ারম্যানকে সহযোগিতা করুন, যেন তাঁর স্বপ্ন বাস্তবায়ন হয়।”
 

রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম বলেন, “মানুষের মধ্যে রাজউক সম্পর্কে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। অবৈধ দখলমুক্ত করে সাধারণ মানুষের জন্য ফ্ল্যাট নির্মাণ, ড্যাপ বাস্তবায়ন এবং অটোমেশন ব্যবস্থার মাধ্যমে রাজউকের সেবাকে আরও সহজলভ্য করা হচ্ছে।”
 

সভায় আরও উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) জনাব মোহাঃ হারুন-অর-রশীদ, সদস্য (এস্টেট ও ভূমি) জনাব শেখ মতিয়ার রহমানসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
 

এই মতবিনিময় সভা একটি জনবান্ধব, আধুনিক ও স্বচ্ছ রাজউক গড়ার প্রত্যয় নিয়ে সমাপ্ত হয়।