বদলে যাচ্ছে পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ জানুয়ারি ২০২৫ ০১:৫১ অপরাহ্ণ   |   ৩৪০ বার পঠিত
বদলে যাচ্ছে পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক

ঢাকা প্রেস নিউজ

 

পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের পোশাক পরিবর্তন হতে যাচ্ছে।
 

সোমবার (২০ ডিসেম্বর) আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
 

ইতোমধ্যে, বৈঠকে বিভিন্ন বাহিনীর প্রতিনিধি দল বিভিন্ন রঙের পোশাক পরে অংশ নিয়েছে। সেখান থেকেই নতুন পোশাকের রং এবং ডিজাইন চূড়ান্ত করা হবে।
 

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে আয়রন, রয়েল ব্লু, ডিপ খাকি, ডিপ ব্লু এবং জলপাইসহ কয়েকটি রঙের পোশাকের মডেল উপস্থাপন করা হয়। সেসব মডেলের মধ্য থেকে প্রতিটি বাহিনীর জন্য আলাদা রঙ চূড়ান্ত করা হয়েছে।
 

উল্লেখ্য, গত ৫ আগস্ট থেকে পুলিশের সংস্কার এবং তাদের পোশাক পরিবর্তনের বিষয়টি আলোচনায় আসে। সেই ধারাবাহিকতায় র‍্যাব, পুলিশ ও আনসারের পোশাক পরিবর্তনের কাজ শুরু হয়। এ নিয়ে গত ১১ আগস্ট অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন ঘোষণা দিয়েছিলেন যে, পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে।
 

নতুন এই উদ্যোগ বাহিনীগুলোর কার্যকারিতা ও পরিচিতি আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে।