যদি ১৬ বছর ধরে সবাই কথা বলত, তাহলে এ পর্যায়ে যেত না: সারজিস

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ আগu ২০২৪ ০৮:২১ অপরাহ্ণ   |   ৭৪৪ বার পঠিত
যদি ১৬ বছর ধরে সবাই কথা বলত, তাহলে এ পর্যায়ে যেত না: সারজিস

ঢাকা প্রেস নিউজ


"সাম্প্রতিক ঘটনা নিয়ে এক প্রশ্নের জবাবে সারজিস বলেন, ১৬ বছর পর জনবিস্ফোরণ ঘটার পর সবাই সবার জায়গা থেকে যতকিছু বলার বলেছে। কিন্তু ১৬ বছর ধরে সবাই কথা বলত, তাহলে এ পর্যায়ে যেত না। ফলে দায় নিতে হলে সবাইকে নিতে হবে। ডিবি হেফাজতে আমাদেরকে ছয়দিন আটকে রাখা হয়েছে; আমরা অসংখ্য সংবাদ সম্মেলন করেছি, প্রচলিত গণমাধ্যমে ঠিকভাবে আসেনি। সে দায়টুকু আপনাদের ওপর বর্তায়। আমরা কর্মসূচি দিয়েছি, বিভিন্ন মানুষ তাদের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বা আওয়ামী লীগ, যুবলীগ তাদের অস্থিতিশীল উদ্দেশ্য নিয়ে এতে এসেছে। সংখ্যালঘু বিষয়েও এমন অস্থিতিশীলতা আমরা দেখেছি।"