ঘন ঘন প্রস্রাব হওয়া বড় রোগের লক্ষণ হতে পারে

প্রকাশকালঃ ১৩ জুন ২০২৩ ১১:৩৭ পূর্বাহ্ণ ১৯২ বার পঠিত
ঘন ঘন প্রস্রাব হওয়া বড় রোগের লক্ষণ হতে পারে

চরাচর ডায়াবেটিস আক্রান্তরা ঘন ঘন প্রস্রাব করেন। কিন্তু সবসময় ডায়াবেটিস হলেও ঘন ঘন প্রস্রাব হয় তা কিন্তু নয়। এছাড়া আরও কিছু রোগের কারণেও হতে পারে।

ইউটিআই
ইউরিনারি ট্র‍্যাক্টে যখন সমস্যা হয় তখন এই রোগ হয়৷ প্রস্রাবের সঙ্গে রক্ত বের হওয়া, জ্বালাপোড়া ও ঘন ঘন জ্বর হতে পারে৷ এমন হলে দ্রুত চিকিৎসকের কাছে চলে যাবেন। কারণ এই সমস্যা কিডনির সমস্যা বাড়াতে পারে। 

ডায়াবেটিস হওয়ার শঙ্কা তো আছেই
ডায়াবেটিস মানেই বহুমূত্র রোগ। প্রচুর মিষ্টি খাওয়া বা রক্তে ব্লাড সুগার বেড়ে যাওয়ার কারণে টাইপ-১ ও টাইপ-২ ডায়াবেটিস হওয়ার শঙ্কা থাকে। ঘন ঘন প্রস্রাব হলে তাই ডাক্তারের কাছে প্রথমে যান। 


প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা
এটি মূলত পুরুষদের ক্ষেত্রে হয়। পুরুষের চলপেটে প্রস্টেট গ্ল্যান্ড থেকে ইজাকুলেশনের সময় কিছু তরল বের হয়। এই তরল বের হওয়ার পরিমাণ বাড়লেই মূত্রাশয়ের ওপর চাপ পড়ে। তখন বারবার প্রস্রাবের বেগ পায়। হয় অল্প পরিমাণে। 

ডাইইউরেটিক্স ওষুধ খান যারা
আপনার প্রেসক্রিপশনে যদি ডাইইউরেটিক্স জাতীয় ওষুধ থাকে তাহলে ঘন ঘন প্রস্রাব হতে পারে। এই ওষুধ শরীরের পানি ও লবণ বের করে দেয়। তাই ঘন ঘন প্রস্রাব হলে ডাক্তারের পরামর্শ নিন। বুঝুন কিভাবে মুক্তি পাবেন।