যুবকদের হাত ধরে সচেতন সমাজ গড়ার আহ্বান: আসিফ মাহমুদ

প্রকাশকালঃ ২২ সেপ্টেম্বর ২০২৪ ১১:৫৪ পূর্বাহ্ণ ৪৬৯ বার পঠিত
যুবকদের হাত ধরে সচেতন সমাজ গড়ার আহ্বান: আসিফ মাহমুদ

ঢাকা প্রেস নিউজ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাম্প্রতিককালে এক অনুষ্ঠানে যুব সম্প্রদায়কে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, বর্তমান সমাজে সচেতনতার অভাব একটি গুরুতর সমস্যা।

 

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজিত ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, "ট্রাফিক ব্যবস্থাপনা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সংস্কারই একমাত্র উপায়। আমরা উন্নত দেশের মতো আধুনিক ট্রাফিক ব্যবস্থা গড়ার লক্ষ্যে কাজ করছি।"
 

আসিফ মাহমুদের মতে, যুবকরা সমাজের পরিবর্তনের মূল চালিকা শক্তি। তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সচেতন সমাজ গড়া সম্ভব নয়। তিনি যুবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "আসুন আমরা সবাই মিলে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করি। একটি সুন্দর ও সুশৃঙ্খল বাংলাদেশ গড়তে আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে।"