স্পোর্টস ডেস্ক:-
কোপা দেল রে’র বহুল প্রতীক্ষিত ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে বড় দুঃসংবাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। শিরোপা নির্ধারণী এই ম্যাচের ঠিক আগে ইনজুরির কারণে দল হারিয়েছে দুই গুরুত্বপূর্ণ ফুটবলার—এদুয়ার্দো কামাভিঙ্গা ও ডেভিড আলাবা।
গতকাল রাতে গেটাফের বিপক্ষে ১-০ গোলের জয় পেলেও খুশির চেয়ে হতাশাই ছড়িয়েছে রিয়ালের ডাগআউটে। ম্যাচ চলাকালেই মাংসপেশির চোটে পড়েন আলাবা ও কামাভিঙ্গা। ফাইনালের আগে তাদের অনুপস্থিতি লস ব্লাঙ্কোসদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে।
ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেন, “চোট কতটা গুরুতর, তা আগামীকালের পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে দুজনেই মাংসপেশির ইনজুরিতে ভুগছেন।” তিনি আরও জানান, শনিবারের ফাইনালে তাদের মাঠে নামা ‘খুব কঠিন’ হবে।
প্রথমার্ধ শেষে অস্ট্রিয়ান ডিফেন্ডার আলাবাকে তুলে নেন আনচেলত্তি, বাঁ পায়ের চোটই এর কারণ। তার পরিবর্তে মাঠে নামেন কামাভিঙ্গা। কিন্তু ম্যাচের ৮৫তম মিনিটে হেতাফের লুইস মিলার-এর চ্যালেঞ্জে পড়ে কামাভিঙ্গা চোট পান কুঁচকিতে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানায়, ব্যথা সত্ত্বেও মাঠ ছাড়তে চাইছিলেন না কামাভিঙ্গা, কিন্তু শেষ পর্যন্ত বাধ্য হয়ে উঠে যেতে হয়। ততক্ষণে রিয়ালের আর বদলির সুযোগ না থাকায় ম্যাচের শেষ মিনিটগুলো ১০ জন নিয়ে খেলতে হয় দলটিকে।
এর আগে চলতি লা লিগা মৌসুমে বার্সেলোনার বিপক্ষে দুটি ম্যাচেই হেরেছে রিয়াল মাদ্রিদ। এমন পরিস্থিতিতে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে মূল দুই খেলোয়াড়কে হারানো দলটির জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।