হারের পর বাংলাদেশ অধিনায়ক সাকিব বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি
প্রকাশকালঃ
১০ সেপ্টেম্বর ২০২৩ ০২:৪৩ অপরাহ্ণ ২১২ বার পঠিত
চলতি এশিয়া কাপের সুপার ফোরে টানা দ্বিতীয় হারের সম্মুখিন হলো বাংলাদেশ। লাহোরে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হারের পর শনিবার কলম্বোতে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে হারল ২১ রানে। লঙ্কানদের দেওয়া ২৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ গুটিয়ে গেছে ২৩৬ রানে।
হারের পর বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেন, সর্বোচ্চ চেষ্টাটাই করেছেন তারা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, ‘প্রথমেই ভেবেছিলাম টস জিতে ভালো হয়েছে। আমরা আসলে ভালো বোলিং করতে পারিনি।
শ্রীলঙ্কা যেভাবে নতুন বল হ্যান্ডেল করেছে, তাদেরকে কৃতিত্ব দিতেই হবে। সাদিরা আমাদের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে গেছে। তাওহীদ হৃদয় ৮২ রানের ইনিংস খেলে একাই লড়ে গেছেন। হৃদয়ের ব্যাটিং সম্পর্কে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘সে দারুণ ব্যাটিং করেছে।
সে এখানে এলপিএল খেলেছিল, দারুণ খেলেছি টুর্নামেন্টটিতে।’ সাকিব আরো বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। সিমাররা আজ কিছুটা খরুচে ছিল, তবে তারা সবগুলো উইকেট শিকার করেছে। তাই এদের নিয়ে কোনো অভিযোগ নেই।’