গাজায় ইসরায়েলি তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে ৩৪২

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ মার্চ ২০২৫ ০১:৩৬ অপরাহ্ণ   |   ১২০ বার পঠিত
গাজায় ইসরায়েলি তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে ৩৪২

অনলাইন ডেস্ক:-

 

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩৪২ ছাড়িয়েছে। নিহতদের মধ্যে অনেকেই নারী ও শিশু। ইসরায়েলি বাহিনীর হামলা থেকে রক্ষা পায়নি নিজ বাড়িতে অবস্থানরত ফিলিস্তিনি অন্তঃসত্ত্বা নারীও, যা জানায় আল জাজিরা।
 

গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটানোর পর ইসরায়েল বিমান হামলা শুরু করে, যার ফলে এ পর্যন্ত অন্তত ৩৪২ জন ফিলিস্তিনি নিহত এবং আরো অনেকেই আহত হয়েছেন। চিকিৎসা সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। গাজার উত্তরাঞ্চলে এ পর্যন্ত ১৫৪ জন নিহত হয়েছেন।
 

হামাস অভিযোগ করেছে যে, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি বাতিল করার জন্য অবরুদ্ধ গাজার অরক্ষিত বেসামরিক নাগরিকদের ওপর 'বিশ্বাসঘাতক' আক্রমণ চালিয়েছে। এছাড়া, প্যালেস্টাইন ইসলামিক জিহাদও ইসরায়েলকে যুদ্ধবিরতি ভঙ্গের জন্য অভিযুক্ত করেছে, যা ১৯ জানুয়ারি থেকে কার্যকর হয়েছিল।
 

আল জাজিরা জানায়, গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলি হামলায় এক গর্ভবতী নারী নিহত হয়েছেন। এই হামলায় তার অটুট শিশুও প্রাণ হারিয়েছে। গাজার আল জাজিরা প্রতিনিধি মারাম হুমাইদ জানান, নিহত তিন শতাধিক ফিলিস্তিনির মধ্যে ওই গর্ভবতী নারীও ছিলেন।
 

এদিকে, ইসরায়েলি এক সামরিক কর্মকর্তা গাজার ওপর স্থল আক্রমণের হুমকি দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইসরায়েলি আক্রমণ যতদিন প্রয়োজন ততদিন অব্যাহত থাকবে এবং বিমান হামলা ছাড়াও অন্যান্য আক্রমণ চালানো হবে, যা গাজার উপর স্থল অভিযান শুরুর ইঙ্গিত দিতে পারে।
 

এই পরিস্থিতিতে হামাস যুদ্ধবিরতি মধ্যস্থতাকারীদের প্রতি ইসরায়েলকে দায়বদ্ধ করার আহ্বান জানিয়েছে। এছাড়া, আরব লীগ এবং ইসলামিক সহযোগিতা সংস্থাকে (ওআইসি) গাজার ওপর আরোপিত অবরোধ ভাঙতে এবং ফিলিস্তিনিদের সমর্থন জানাতে আহ্বান করেছে হামাস। জাতিসংঘের নিরাপত্তা পরিষদকেও জরুরি বৈঠক আয়োজন করে ইসরায়েলকে তার আগ্রাসন বন্ধ করার জন্য চাপ দিতে বলেছে হামাস।