শাপলা প্রতীক ফেরতের দাবিতে আবারও নির্বাচন কমিশনকে চিঠি এনসিপির

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ অক্টোবর ২০২৫ ০৭:১৬ অপরাহ্ণ   |   ৪৪ বার পঠিত
শাপলা প্রতীক ফেরতের দাবিতে আবারও নির্বাচন কমিশনকে চিঠি এনসিপির

শাপলা প্রতীক পুনরুদ্ধারের দাবিতে আবারও নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার সকালে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ইমেইলের মাধ্যমে চিঠিটি পাঠান।
 

চিঠিতে এনসিপি স্পষ্ট জানায়—ইসির প্রস্তাবিত ৫০টি বিকল্প প্রতীকের তালিকা তারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। দলটির একটাই দাবি—“শাপলা প্রতীক ফেরত দাও।” চিঠির সঙ্গে শাপলার ভিন্ন রূপের সাতটি নমুনা চিত্রও সংযুক্ত করা হয়েছে। এনসিপি জানিয়েছে, প্রয়োজনে এসবের বাইরেও শাপলার আংশিক পরিবর্তিত সংস্করণ নিয়ে আলোচনায় বসতে তারা প্রস্তুত।
 

‘শাপলার স্পিরিটই এনসিপির পরিচয়’
চিঠিতে নাহিদ ইসলাম বলেন, “শাপলার ভিন্ন সংস্করণ নিয়ে আলোচনা হতে পারে, তবে শাপলা প্রতীক বাদ দিয়ে অন্য কোনো প্রতীক গ্রহণ আমাদের দলের আদর্শ ও ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক।”

 

তিনি আরও যোগ করেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনার বাইরে গিয়ে নির্বাচন কমিশন যদি কাজ করে, তাহলে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কীভাবে এগোবে—সে প্রশ্ন এখন জনগণের মনে।”
 

ইসির তালিকায় নেই শাপলা প্রতীক
এর আগে ২৩ সেপ্টেম্বর নির্বাচন কমিশন জানায়, আইন মন্ত্রণালয় থেকে ১১৫টি প্রতীকের তালিকা তারা পেয়েছে, তবে সেই তালিকায় শাপলা প্রতীক নেই। পরবর্তীতে কমিশন ৫০টি বিকল্প প্রতীকের প্রস্তাব দেয়, যা এনসিপি সরাসরি প্রত্যাখ্যান করেছে।

 

‘শাপলা ছাড়া বিকল্প নেই’—এনসিপির অবস্থান
দলটির মতে, শাপলা বাংলাদেশের গণতন্ত্র, ঐক্য ও শান্তির প্রতীক—যা তাদের রাজনৈতিক দর্শনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই তারা অন্য কোনো প্রতীক গ্রহণে রাজি নয়।

 

চিঠিতে আরও বলা হয়, “দেশের গণতান্ত্রিক ঐক্যের প্রতীক শাপলা। এটিকে বাদ দিয়ে অন্য কোনো প্রতীক চাপিয়ে দিলে জনগণের মধ্যে বিভ্রান্তি ও রাজনৈতিক বিভাজন তৈরি হবে।”