ইনস্টাগ্রামে পরিচয়, ঢাকায় ঘোরাঘুরি—শেষ পর্যন্ত হোটেলে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ এপ্রিল ২০২৫ ০৩:৪৬ অপরাহ্ণ   |   ১৩৪ বার পঠিত
ইনস্টাগ্রামে পরিচয়, ঢাকায় ঘোরাঘুরি—শেষ পর্যন্ত হোটেলে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

ঢাকা প্রেস,নিউজ ডেস্ক:-

 

ইনস্টাগ্রামে শুরু হয়েছিল পরিচয়, এরপর গড়ে ওঠে বন্ধুত্ব। এই বন্ধুত্বের সূত্র ধরে গত ৪ এপ্রিল ঢাকায় একসঙ্গে ঘুরতে বের হন এক তরুণী ও দুই যুবক। রাত সাড়ে ৯টার দিকে একটি প্রাইভেটকারে কোমল পানীয়ের সঙ্গে তরুণীকে নেশাজাতীয় দ্রব্য খাওয়ানো হয়। এরপর তরুণী যখন অপ্রকৃতিস্থ হয়ে পড়েন, তখন তাঁকে কৌশলে তেজগাঁওয়ের একটি হোটেলে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। ঘটনার ভিডিওও ধারণ করে অভিযুক্তরা।
 

পরদিন সকালে তাঁকে কুড়িল ফ্লাইওভারের নিচে ফেলে রেখে পালিয়ে যায় তারা।
 

ঘটনার পর ভুক্তভোগী তরুণী ঢাকার তেজগাঁও থানায় মামলা দায়ের করেন। মামলায় তিনি দুই যুবকের বিরুদ্ধে দলবদ্ধ ধর্ষণ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে অভিযোগ আনেন।
 

গ্রেপ্তারকৃতরা হলেন—হাসিব চৌধুরী (২৭) ও আতিক হোসেন ভূঁইয়া (২৯)। তেজগাঁও থানা পুলিশ জানিয়েছে, রোববার বিমানবন্দর এলাকা থেকে আতিক এবং মঙ্গলবার চট্টগ্রামের চান্দগাঁও এলাকা থেকে হাসিবকে গ্রেপ্তার করা হয়।
 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মোবাইল ফোন, পেনড্রাইভ, ল্যাপটপ ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। তাদের হেফাজতে থাকা ডিভাইসগুলোতে ভুক্তভোগী তরুণীসহ আরও একাধিক নারীর ধর্ষণের ভিডিও পাওয়া গেছে।
 

মূল অভিযুক্ত হাসিব চৌধুরী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।