ঢাকা প্রেস নিউজ
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতের উদ্দেশে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের বেশ কয়েকজন মন্ত্রী-এমপি ও অন্যান্য নেতারা আত্মগোপনে চলে যান, কেউ কেউ দেশ ছেড়ে চলে গেলেও অনেকেই গ্রেপ্তার হয়েছেন। তবে তাদের অবস্থান এতদিন অজানাই ছিল, অবশেষে তাদের মধ্যে কয়েকজনের দেখা মিলল লন্ডনে।
রোববার (৮ ডিসেম্বর) বিকেলে ইস্ট লন্ডনের ইম্প্রেসন ভেন্যু হলে দলের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল সমাবেশ করেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। সেখানে উপস্থিত ছিলেন স্বৈরাচারী সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব।
যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে ছিলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।
এটি ছিল ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তাদের প্রথম প্রকাশ্যে উপস্থিতি। এদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে।
পালিয়ে যাওয়া এসব নেতার মধ্যে আব্দুর রহমান ফরিদপুর-১ আসনের, শফিকুর রহমান সিলেট-২ আসনের এবং হাবিবুর রহমান সিলেট-৩ আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়া, কবির বিন আনোয়ার ৫ জানুয়ারি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে, গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগে তার পৃষ্ঠপোষকতায় অন্তত ১ হাজার ৫৮১ জন নিহত হন। এ আন্দোলনে প্রায় ৩১ হাজার মানুষ আহত হন, অনেকেই গুরুতরভাবে হাত-পা বা চোখ হারিয়েছেন।