আজ ঢাকার শেয়ারবাজারে লেনদেনের শীর্ষ তালিকায় মিরাকল ইন্ডাস্ট্রিজ

প্রকাশকালঃ ২৪ আগu ২০২৩ ০৪:৪৩ অপরাহ্ণ ২০৪ বার পঠিত
আজ ঢাকার শেয়ারবাজারে লেনদেনের শীর্ষ তালিকায় মিরাকল ইন্ডাস্ট্রিজ

ঢাকার শেয়ারবাজারে সম্প্রতি বন্ধ থাকা কোম্পানির শেয়ারের দরবৃদ্ধির একটি ধারা দেখা যাচ্ছে। আজও তাই ঘটেছে। লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বন্ধ থাকা একটি কোম্পানি।

এদিকে আজ সপ্তাহের শেষ দিনে ঢাকার শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে। প্রথম ৩০ মিনিটে সূচক নিম্নমুখী থাকলেও পরে তা আবার ঘুরে দাঁড়ায়। দিনের প্রথম ঘণ্টার লেনদেনের পর দ্বিতীয় শীর্ষ স্থানে উঠে এসেছে বন্ধ থাকা কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ। শেয়ারের দর বেড়েছে প্রায় পাঁচ শতাংশ। 


কয়েক দিন আগে কোম্পানির পরিচালনা পর্ষদ নতুন করে গঠিত হয়। এরপর নতুন পর্ষদ ঘোষণা দেয়, ৩০ সেপ্টেম্বর থেকে কোম্পানির কার্যক্রম আবারও শুরু হবে। এই ঘোষণার পর থেকে কোম্পানিটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ বেড়েছে।

আজ ঢাকার শেয়ার বাজারে কোনো খাতই এককভাবে লেনদেনের শীর্ষে নেই। মূল্যবৃদ্ধির ক্ষেত্রে মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে। লেনদেনের ক্ষেত্রে যথারীতি শীর্ষ স্থানে আছে ফুওয়াং ফুড।

আজ ঢাকার বাজারে ফু ওয়াং ফুডের শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি টাকার; মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ৮৯ লাখ টাকার। লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে আছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি; এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে পাঁচ কোটি ২৫ লাখ টাকার।


এর আগে বন্ধ থাকা কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ারের দর অস্বাভাবিকভাবে বেড়েছে। এই কোম্পানিও লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছিল।

দিনের প্রথম সোয়া এক ঘণ্টা লেনদেনের পর বাজারের তিনটি সূচকের মধ্যে দুটি সূচক ছিল ঊর্ধ্বমুখী। এর মধ্যে ডিএসইএক্স সূচকের উত্থান হয়েছে ৭ দশমিক ২৯ পয়েন্ট; ডিএসইএস সূচকের পতন হয়েছে ২ দশমিক ২৫ পয়েন্ট; ডিএস ৩০ সূচকের পতন হয়েছে শূন্য দশমিক ২৫ পয়েন্ট। দিনের প্রথম সোয়া এক ঘণ্টায় লেনদেন হয়েছে ১২৫ কোটি টাকার শেয়ার।