চিন্ময় দাস গ্রেপ্তার: রাষ্ট্রদ্রোহের অভিযোগ, সম্প্রদায়ের নেতার ভূমিকা নয় – আসিফ মাহমুদ

প্রকাশকালঃ ২৬ নভেম্বর ২০২৪ ০৫:৪৬ অপরাহ্ণ ০ বার পঠিত
চিন্ময় দাস গ্রেপ্তার: রাষ্ট্রদ্রোহের অভিযোগ, সম্প্রদায়ের নেতার ভূমিকা নয় – আসিফ মাহমুদ

ঢাকা প্রেস নিউজ

 

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, বরং রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
 

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুরের পীরগাছার পাওটানা কলেজ মাঠে মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


আসিফ মাহমুদ বলেন, “বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার ওপর হুমকি বা অবমাননার ঘটনা ঘটলে সরকার কঠোর অবস্থান নেবে। রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে জড়িত যেকোনো ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না, সে যত বড় নেতাই হোক না কেন।”
 

তিনি আরও বলেন, সম্প্রদায়ের পরিচয় নয়, বরং রাষ্ট্রের নিরাপত্তার কথা মাথায় রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ নিয়েছে।


উপদেষ্টা আরও উল্লেখ করেন, “একটি মহল দেশের স্থিতিশীলতা নষ্ট করতে সক্রিয়। তারা বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রামীণ সাধারণ মানুষকে ঢাকায় এনে আন্দোলনের চেষ্টা করেছে। ইতিমধ্যে ওই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ককে গ্রেপ্তার করা হয়েছে।”


রংপুর অঞ্চলের উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, “শেখ হাসিনা সরকারের সময় গোপালগঞ্জসহ কিছু জেলার উন্নয়ন হয়েছে। তবে রংপুরসহ অন্য জেলাগুলো উন্নয়নে বঞ্চিত হয়েছে। স্বাধীন বাংলাদেশে রংপুর আর বৈষম্যের শিকার হবে না। বাজেটসহ বিভিন্ন ক্ষেত্রে রংপুরকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”


অনুষ্ঠান শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ প্রস্তাবিত তিস্তা সেতুর জন্য পানিয়ালের ঘাট এলাকা পরিদর্শন করেন। এ সময় উলিপুর উপজেলার শত শত মানুষ তাদের দাবি জানাতে উপস্থিত হন। তিনি একই দিনে নবনির্মিত পীরগাছা উপজেলা পরিষদ ভবনের উদ্বোধন করেন।