ঢাকা প্রেস
ফরিদপুর জেলা প্রতিনিধি:-
ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে এক শিক্ষার্থীর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্যাম্পাস কাঁপছে। মঙ্গলবার দুপুরে কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রুমা সুলতানাকে পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ন্যায়হীনতার বিচার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা একযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, রুমাকে তার স্বামী সাগর হোসেন হত্যা করে হাসপাতালে ভর্তি করে এবং মৃত্যুর কারণ গোপন করার চেষ্টা করে। মধুখালী থানায় মামলা দিতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বক্তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এস এম আব্দুল হালিম, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সন্তোষ কুমার বাগচীসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তারা বলেন, এই ঘটনা কলেজ পরিবারের জন্য এক মর্মান্তিক আঘাত। দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।