ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে মাদকাসক্ত পুত্রকে মাদক সেবনের টাকা না দেয়ায় ছুড়িকাঘাতে পিতা শফিকুল ইসলাম (৪৫) খুন হয়েছেন।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর গোবিন্দপুর গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। নিহত শফিকুলের ভাইয়ের ছেলে ইয়ামিন সুজন জানান, “রিফাত মাদকাসক্ত ছিল। প্রায়ই মাদক কেনার টাকার জন্য বাড়িতে অশান্তি সৃষ্টি করতো। আজ দুপুরে এক ধরনের ঝগড়ার পর রিফাত তার বাবাকে ছুড়ি দিয়ে পেটে আঘাত করে, ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান। আমরা এমন নৃশংস ঘটনা কল্পনাও করতে পারিনি।”
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাদক কেনার টাকার জন্য বাবার সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে রিফাত ছুড়ি দিয়ে পেটে আঘাত করে এবং দ্রুত পালিয়ে যায়। পরে এলাকাবাসী এসে শফিকুলকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন।
সোনারগাঁও থানার তদন্ত ওসি রাশেদুল হাসান খাঁন জানান, “পুত্রের হাতে পিতার খুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”