ফের মঞ্জুলিকা চরিত্রে অভিনয় করবেন বিদ্যা বালান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ জানুয়ারি ২০২৪ ১২:২১ অপরাহ্ণ   |   ২১১ বার পঠিত
ফের মঞ্জুলিকা চরিত্রে অভিনয় করবেন বিদ্যা বালান

২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় বলিউড ছবি "ভুল ভুলাইয়া"-র সিকুয়েল "ভুল ভুলাইয়া ২"-তে আবারও মঞ্জুলিকা চরিত্রে অভিনয় করবেন বিদ্যা বালান। ছবিটি পরিচালনা করবেন আনিস বাজমি। 

২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত "ভুল ভুলাইয়া" ছবিটিতে বিদ্যার অভিনয় প্রশংসিত হয়েছিল। মঞ্জুলিকা চরিত্রে তার অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছিল। তাই "ভুল ভুলাইয়া ২"-তে বিদ্যা বালান আবারও মঞ্জুলিকা চরিত্রে অভিনয় করবেন বলে ঘোষণা হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে উৎসাহের সৃষ্টি হয়েছে।

ছবিটিতে বিদ্যার বিপরীতে অভিনয় করবেন কার্তিক আরিয়ান। এছাড়াও ছবিতে আরও অভিনয় করবেন টাবু, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র প্রমুখ। ছবিটি ২০২৪ সালের ২৫ মার্চ মুক্তির কথা রয়েছে।