মাত্র একদিনেই ইসরায়েলে ২৪০ টিরও বেশি রকেট ছুড়েছে হিজবুল্লাহ

প্রকাশকালঃ ০৩ অক্টোবর ২০২৪ ০২:৩১ অপরাহ্ণ ৫৫৭ বার পঠিত
মাত্র একদিনেই ইসরায়েলে ২৪০ টিরও বেশি রকেট ছুড়েছে হিজবুল্লাহ

মাত্র একদিনে দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে ২৪০ টিরও বেশি রকেট ছুড়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদল হিজবুল্লাহ। এই রকেট হামলা সামনের দিনেও অব্যাহত থাকতে পারে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তথ্য অনুসারে, গতকাল বুধবার (২ অক্টোবর) সারা দিনে দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে ২৪০টির বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে। এই রকেট ছোড়া এখনো অব্যাহত রয়েছে বলে মনে হচ্ছে।

 

আজ বৃহস্পতিবার সকালে উত্তর ইসরায়েলের অন্তত চারটি এলাকায় সতর্কীকরণ সাইরেন বাজার শব্দ শোনা গেছে। সবশেষ লেবানন সীমান্তের কাছে গ্যালিলি প্যানহ্যান্ডলে সাইরেন বাজার শব্দ শোনা গেছে। সপ্তাহ দুয়েক ধরে ইরান সমর্থিত সশস্ত্র দল হিজবুল্লাহর বিরুদ্ধে বিমান হামলা জোরদার করে ইসরায়েল। তাদের হামলায় লেবাননে প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহও রয়েছেন।

 

গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহর সদরদপ্তরে ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হন। গত শনিবার (২৮ সেপ্টেম্বর) ইরানপন্থী প্রতিরোধ যোদ্ধাদল হিজবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে। তিনি ৩২ বছর হিজবুল্লাহর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

 

অবশ্য প্রায় এক বছর ধরে সীমান্তে পাল্টিপাল্টি হামলা করে আসছে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সেনারা। তবে সম্প্রতি গাজা থেকে নিজেদের যুদ্ধের মূল ক্ষেত্র লেবাননে বদলি করার ঘোষণা দেয় নেতানিয়াহু সরকার। এই ঘোষণার পর থেকেই দেশটিতে একের পর এক ভয়াবহ হামলা করে আসছে ইসরায়েলি সেনারা। নাসরাল্লাহকে মারার পর আরও আত্মবিশ্বাসী ইসরায়েল এখন লেবাননে স্থল অভিযান শুরু করেছে।