মুন্সীগঞ্জে পরিত্যক্ত কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ জুলাই ২০২৫ ০৭:০০ অপরাহ্ণ   |   ২৫ বার পঠিত
মুন্সীগঞ্জে পরিত্যক্ত কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ, ৯ জুলাই ২০২৫ (ঢাকা প্রেস):

মুন্সীগঞ্জ শহরের স্টেডিয়ামের একটি পরিত্যক্ত কক্ষ থেকে ইয়াছিন হাওলাদার (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 

নিহত ইয়াছিন ভোলা সদর উপজেলার বাবুল হাওলাদারের ছেলে। তবে তিনি মুন্সীগঞ্জের মাঠপাড়া এলাকায় তার মা ও বোনের সঙ্গে বসবাস করতেন।
 

বুধবার সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
 

নিহতের বোন সোনিয়া জানান, ইয়াছিন ঢাকার মোহাম্মদপুরে একটি বিস্কুট কারখানায় কাজ করতেন। গত বৃহস্পতিবার তিনি মুন্সীগঞ্জে পরিবারের কাছে আসেন। আজ সকাল সাড়ে ৮টার দিকে বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেননি।
 

মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: বাসস।