ঢাকা প্রেস,সুনামগঞ্জ প্রতিনিধ:-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত সুনামগঞ্জ জেলা কমিটির পরিচিতি সভায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পদবঞ্চিত ছাত্রদের একটি অংশ এ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা চলছিল। এতে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আসা শিক্ষার্থীরা একত্রিত হন। এ সময় পদবঞ্চিত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।