ঢাকা প্রেস নিউজ
নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বিএসসিতে আগের মতো দুর্নীতি ও অনিয়ম আর চলবে না। তিনি বলেন, "গণমাধ্যমে শোনা যায়নি যে, এই সরকারের কোনো সদস্য হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমাদের কেবিনেটে কোনো অসৎ ব্যক্তি নেই। ১০০ টাকাও যদি কেউ ঘুষ নেয়, তবে আমি নিশ্চিত করব, চাকরি থাকছে না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, চোর ধরা পড়লে তার কোনো রক্ষা নেই।"
রোববার (২২ ডিসেম্বর) বিকালে চট্টগ্রামের পতেঙ্গা বোট ক্লাবে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ৪৭তম বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশের প্রস্তাব অনুমোদন করা হয়।
এম. সাখাওয়াত হোসেন আরো বলেন, চট্টগ্রাম বন্দরের সমস্যাগুলো সমাধান করতে আমরা কাজ করছি, এবং সেখানে বিদেশি বিনিয়োগের আগ্রহও বাড়ছে। বিশ্বব্যাংকসহ অনেক সংস্থা এখানে বিনিয়োগে আগ্রহী।
তিনি জানান, আগামী দুই বছরে বিএসসির বহরে আরও আটটি জাহাজ যুক্ত হবে। তিনি বলেন, "সরকার অনুমোদন দিলে আমরা চুক্তি স্বাক্ষর করতে পারব, এবং দুই বছরের মধ্যে নতুন জাহাজগুলো আসবে। এছাড়া, শিপিং করপোরেশন নিজের অর্থায়নে দুইটি বাল্ক ক্যারিয়ার কেনার পরিকল্পনা করছে।"
শেয়ারহোল্ডারদের আরো বেশি লভ্যাংশ দেওয়ার আশাবাদ ব্যক্ত করে উপদেষ্টা বলেন, "বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও বিএসসি ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আশা করছি, আগামী বছর এই লভ্যাংশ আরও বাড়বে।"
অনুষ্ঠানে বিএসসি ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়ে বলেন, গত এক বছরে বিএসসি মোট ৪৮৭.৭৪ কোটি টাকা আয় করেছে, যার মধ্যে অন্যান্য খাতে আয় হয়েছে ১০৮.৪৪ কোটি টাকা। মোট আয় ছিল ৫৯৬.১৯ কোটি টাকা। পরিচালনা ব্যয় ছিল ১৮৯.৬১ কোটি টাকা, আর্থিক ও প্রশাসনিক খাতে ব্যয় হয়েছে ১২১.৯৮ কোটি টাকা, ফলে মোট ব্যয় ছিল ৩১১.৬০ কোটি টাকা। কর পরিশোধের পর সংস্থার নিট মুনাফা দাঁড়িয়েছে ২৪৯.৬৯ কোটি টাকা।
তিনি আরও জানান, ২০২৩-২৪ অর্থবছরে নিট আয় বেড়ে প্রায় ৩.৪০ কোটি টাকা হয়েছে। আগের অর্থবছরে বিএসসির আয় ছিল ৬৬৭.২৩ কোটি টাকা, ব্যয় ছিল ৩৭৫.৬৪ কোটি টাকা, এবং নিট মুনাফা ছিল ২৪৬.২৯ কোটি টাকা। ২৫ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের দেওয়ার সুপারিশ করা হয়েছে।
মাহমুদুল মালেক আরও বলেন, বিএসসির পরিশোধিত মূলধন বর্তমানে ১৫২ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ৪০০ টাকা, যার মধ্যে সরকারের শেয়ারের পরিমাণ ৭৯ কোটি ৪৬ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা। শেয়ারহোল্ডারদের শেয়ারহোল্ডিং ৭৩ কোটি ৭ লাখ ১৬ হাজার টাকা।