প্রধান উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের বৈঠক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ এপ্রিল ২০২৫ ০৬:৪০ অপরাহ্ণ   |   ১৪২ বার পঠিত
প্রধান উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের বৈঠক

অনলাইন ডেস্ক:-

 

দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল মঙ্গলবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে কোরিয়ান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং।
 

চলমান চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন উপলক্ষে দক্ষিণ কোরিয়ার বেশ কিছু বিনিয়োগকারী বর্তমানে বাংলাদেশ সফরে আছেন। কিহাক সাং, যিনি চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশে এককভাবে সর্বোচ্চ বিদেশি বিনিয়োগকারী, তিনি এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

সূত্র: বাসস