গাঁটছড়া বাঁধবেন আদিত্য ও অনন্যা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ সেপ্টেম্বর ২০২৩ ০১:৪৪ অপরাহ্ণ   |   ৩৩২ বার পঠিত
গাঁটছড়া বাঁধবেন আদিত্য ও অনন্যা

বেশ কিছুদিন ধরেই চুটিয়ে প্রেম করছেন আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডে। দীর্ঘদিন ধরেই বলিউডের অন্দরে শোনা যাচ্ছিল তাদের সম্পর্কের কানাঘুষা। সেই জল্পনা একাধিকবার উস্কে দিয়েছেন চর্চিত যুগলই।

দেশের জনপ্রিয় পোশাকশিল্পী মণীশ মলহোত্রের ফ্যাশন শোয়ে একসঙ্গে র‍্যাম্প মাতিয়েছিলেন আদিত্য ও অনন্যা। তখনই দর্শক ও অনুরাগীদের নজরে পড়েছিল তাদের সম্পর্কের রসায়ন। তার মাসখানেক পর বিদেশের মাটিতেও ধরা পড়েছিল তাদের প্রেম। স্পেন, পর্তুগালের আনাচে-কানাচে একে অপরের সঙ্গে সময় কাটিয়েছিলেন আদিত্য-অনন্যা। তবে অনুরাগী এবং ছবি শিকারিদের পাত্তা না দিয়ে প্রেমে মেতেছিলেন তারা!

দেশে ফিরেও নিজেদের সম্পর্ক নিয়ে রাখঢাক এখন বেশ কম এই জুটির। একসঙ্গে ডেটে যাওয়া থেকে শুরু করে ছুটি কাটাতে যাওয়া, কোনো কিছুতেই ‘না’ নেই। সপ্তাহখানেক আগে তাদের দেখা গিয়েছিল মুম্বাই বিমানবন্দরে। যদিও তখন এক ফ্রেমে ধরা দে