ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চাঁদপুর):-
নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, “আমরা প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে coexist করতে চাই। তবে যদি তারা বারবার ঝগড়ায় লিপ্ত হয়, তবে বাংলাদেশের মানুষ আর কখনো তাদের দিকে ঝুঁকবে না। মনে রাখবেন, আমরা ১৮ কোটি মানুষের দেশ, আপনার আশেপাশে থাকা ছোট দেশগুলো নয়।”
মঙ্গলবার (৩ ডিসেম্বর) চাঁদপুর আধুনিক লঞ্চ টার্মিনালের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
তিনি আরো বলেন, “ভারত যেভাবে আচরণ করছে, তার কোনো সঠিক কারণ নেই। আমাদের দেশে যেসব অন্য ধর্মের মানুষ বাস করছেন, তারা আমাদের নাগরিক। আমরা তাদের ভালো-মন্দ দেখভাল করি। ভারতের গণমাধ্যম যা কিছু প্রকাশ করছে, সে ধরনের আচরণ আমাদের প্রত্যাশিত নয়। আমরা দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই।”
এছাড়া, আধুনিক লঞ্চ টার্মিনালের কাজের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, “পূর্বে যে অনিয়ম ও দুর্নীতি হয়েছিল, এখন তেমন কিছু আর ঘটানো যাবে না। বর্তমান পরিস্থিতি এমন যে, যে ধরনের অপকর্ম পূর্বে হয়েছিল, তা আর কোনোভাবেই করা সম্ভব নয়। আমাদের লক্ষ্য হলো, আর কোনো দুর্নীতি বা অনিয়ম যাতে না হয়। তাই আমি নিজে এসে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করছি।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত প্রমুখ।