ঢাকা প্রেস নিউজ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী বলেছেন, "আমরা নিপীড়ক নয়, জনগণের পুলিশ হতে চাই। এজন্য যা প্রয়োজন, আমরা তা করবো। আমরা কেবল আপনাদের সহযোগিতা এবং পাশে থাকার প্রত্যাশা করছি।"
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে কলাবাগানের একটি কমিউনিটি সেন্টারে সিটিজেন ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, "কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। আমাদের জবাবদিহিতা আপনাদের কাছে, আপনারা আমাদের কতটুকু নিরাপত্তা ও সেবা পান, সেটাই আমাদের জন্য মাপকাঠি। আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই দেশকে উন্নত ও সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে চাই।"
তিনি আরও বলেন, "অপরাধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জনগণ আমাদের জন্য বড় সহায়ক শক্তি। আপনাদের সহযোগিতা পেলে অপরাধ দমন অনেক সহজ হবে। বাসা বা প্রতিষ্ঠানে থাকা সিসিটিভির ব্যাকআপ সঠিকভাবে আছে কিনা, তা নিশ্চিত করতে হবে। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সিসিটিভি ফুটেজ কাজে লাগানো যায়।"
তিনি মাদক, চাঁদাবাজি এবং দখলবাজদের তথ্য নির্ভয়ে জানিয়ে সহায়তা করার আহ্বান জানিয়ে বলেন, "এদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে, জুলাই বিপ্লবের আদর্শকে মনে-প্রাণে ধারণ করে।"