মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার এসআই মাসুদ জামালী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী সাউথ ইষ্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের যুগ্ম সাধারন সম্পাদক নাহিদ হাসান রাকিব পিতা- হাবিবুর রহমান,দিঘারকান্দা বাইপাস এলাকা হতে গ্রেফতার করেছে।
এসআই ফিরোজ আলী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে মাদক মামলার আসামী মোঃ গোলাম রব্বানী পিতা-মোঃ বিল্লাল হোসেন,মোঃ মিলন হোসেন পিতা-মোঃ দুলাল হোসেন, উভয় সাং: উত্তর গোপালপুর,থানা: পাঁচবিবি,জেলা জয়পুরহাটকে কোতোয়ালী থানাধীন আকুয়া বাইপাস হতে গ্রেফতার করা হয়েছে। তাদের নিকট হতে ৯৮০ পিস নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করেছেন।
এসআই মোঃ খলিলুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তানভীর মোহাম্মদ জয়, আওয়ামী লীগ সমর্থক(৩২), পিতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মমতাজ উদ্দিন, আকুয়া মোড়লবাড়ী, থানা- কোতোয়ালী, ময়মনসিংহকে আকুয়া হাবুন বেপারী মোড় এলাকা হতে গ্রেফতার করেছে।
এসআই মোঃ মোজাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোঃ সোহাগ মিয়া (৩২),মোঃ সোহেল মিয়া (৩০), উভয় পিতামৃত-আঃ মজিদ, সাং-বড় বিলারপাড়,থানা-কোতোয়ালী,জেলা- ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন চুরখাই বাজার এলাকা হতে গ্রেফতার করেছে।
এছাড়াও এসআই মোঃ ফিরোজ আলী, এএসআই মোঃ কামরুল হাসান, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২ টি সিআর পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করেছে।পরোয়ানা ভূক্ত আসামীর নাম ও ঠিকানা-মোঃ ইয়াজ উদ্দিন, পিতা-রোস্তম আলী,স্থায়ী : গ্রাম- গোষ্টা (কান্দাপাড়া , পো: দাপুনিয়া) থানা- কোতোয়ালী , জেলা -ময়মনসিংহ, মোঃ রফিক মিয়া ,পিতা-ডাঃ মোঃ হান্নান, স্থায়ী : গ্রাম- চর ঈশ্বরদিয়া,থানা- কোতোয়ালী জেলা -ময়মনসিংহ।
প্রত্যেক আসামীদের কে আদালতে প্রেরন করা হয়েছে।